কম দামে মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করা অসম্ভব

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ জুন ২০২১, ২৩:২১

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণে রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তৎপরতা  প্রখ্যাত ফরাসি সাহিত্যিক আঁতোয়ান দ্য সঁতেক্সুপেরির একটি উক্তির কথা মনে করিয়ে দিয়েছে। সেটা হচ্ছে- পরিকল্পনাহীন কোনো লক্ষ্য কেবল ইচ্ছা ছাড়া কিছুই না।


কাগজে-কলমে বিটিআরসির এই উদ্যোগে এমন সব উপাদানই আছে, যা এখন থেকেই ‘ডিজিটাল বাংলাদেশ’ এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে পট পরিবর্তনের ভূমিকা নিতে পারে।


বিটিআরসি সারা দেশের জন্য গ্রাহক পর্যায়ে ৫ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) গতির ইন্টারনেটের মূল্য নির্ধারণ করেছে ৫০০ টাকা। এ ছাড়া ১০ এমবিপিএসের মূল্য ৭০০ থেকে ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য ১১১০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। ঢাকার বাইরের ব্যবহারকারীরা ব্রডব্যান্ড সংযোগের জন্য এখন এর চেয়ে বহুগুণ খরচ করেন। সেদিক বিবেচনায় নতুন নির্ধারিত মূল্য তাদের জন্য সাশ্রয়ী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us