‘বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে’ এমন কিছু ‘সামাজিক মাধ্যমে’ না লেখার জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ। আজ বুধবার বিভাগের সভাপতি আনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষার্থীরা বিভাগ সম্পর্কে কোনো মন্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ করবে না। এতে বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।’
তবে এটি নির্দেশ নাকি অনুরোধ সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্টভাবে উল্লেখ নেই। যদি কোনো শিক্ষার্থী বিভাগ নিয়ে কিছু লেখেন তবে সেক্ষেত্রে কী শাস্তি হতে পারে, সেটিও বলা হয়নি।
পরিচয় গোপন রাখার শর্তে ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চার মাস হলো স্নাতকের ফল আটকে আছে। বন্ধের মধ্যে কেন ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না? শিক্ষকদের গড়িমসি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা যাবে না এমনটা হতে পারে না। আর সামাজিক মাধ্যম বলতে কী বোঝানো হয়েছে, সেটিও স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। যদি ধরে নেই যে, ফেসবুকে না লেখার কথা বলা হয়েছে—তবে এটি বাক্স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।’