সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ইংল্যান্ড সফরে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট শ্রীলঙ্কা। এই সফরের স্কোয়াডে সুযোগ পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে আলো ছড়ানো প্রাভিন জয়াবিক্রমা।
এ ছাড়া সীমিত ওভারের দুই ফরম্যাটের দলে সুযোগ পেয়েছেন আরও তিনজন নতুন মুখ। তাঁরা হলেন— বয়সি অফ স্পিনিং অলরাউন্ডার চারিথ আসালঙ্কা, পেস বোলিং অলরাউন্ডার ধনাঞ্জয়া লাকসান এবং অলরাউন্ডার ইশান জয়ারত্নে। গত মাসে বাংলাদেশের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন কেবল আশেন বান্দারা। বাকিরা সবাই আছেন ইংলিশ সফরের দলে।