যুক্তরাজ্যের ডিউক ও ডাচেস অব সাসেক্স দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত ৪ জুন মেগান মার্কেল কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। প্রিন্স হ্যারি ও মার্কেল কন্যার নাম রাখা হয়েছে লিলিবেট ডায়না। এর মধ্যে এই নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাজপ্রাসাদের এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সূত্র জানায়, হ্যারি-মেগান দম্পতি তাদের কন্যা সন্তানের নাম দেও্যার আগে রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কোনো কথা বলেননি। তার নাম ব্যবহারের আগে অনুমতিও নেয়নি।