ইতিহাস বলে রোহিঙ্গারা আরাকানের ভূমিপুত্র। ১৭৮৫ সালের আগে আরাকান ছিল স্বাধীন ও সার্বভৌম অঞ্চল। ১৮২৬ সালের ইঙ্গ-বার্মিজ যুদ্ধের পরই আরাকান ব্রিটিশ নিয়ন্ত্রিত বার্মার অংশ হয়। কিন্তু ১৯৮৫ সালের বিতর্কিত নাগরিকত্ব আইনের মাধ্যমে তৎকালীন সামরিক জান্তা রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব বাতিল করে। যদিও রোহিঙ্গা সংকটের শুরু তারও আগে। সর্বশেষ ২০১৬ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের নারকীয় গণহত্যা চালায় বার্মিজ ও রাখাইনরা। রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের সুপারিশের ২৪ ঘণ্টার মধ্যে এই গণহত্যা শুরু হয়। এর আগে ২০১২ সালে এক রাখাইন নারীকে ধর্ষণের অভিযোগ তুলে প্রায় ২ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ২০১৬ সালে এসেছে প্রায় ৬-৭ লাখ রোহিঙ্গা, সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশের ক্যাম্পে প্রায় ১১ লাখ রোহিঙ্গা রয়েছে। যদিও হাজার হাজার রোহিঙ্গা বিচ্ছিন্নভাবে মিশে গেছে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে তার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই।