অবশেষে আলোর মুখ দেখল আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আম মৌসুম। জাতীয় এবং চাঁপাইনবাবগঞ্জের বিশেষ লকডাউন মিলিয়ে আম মৌসুমের শুরু থেকেই চলছিল এক অনিশ্চয়তা। দেশের সর্ববৃহৎ কানসাটের আমের বাজারসহ জেলার সব ক’টি আমের বাজারে অবিশ্বাস্যভাবে অচলাবস্থা বিরাজ করেছে। বিশেষ লকডাউন গতকাল মঙ্গলবার থেকে শিথিল হওয়ার পর সচল হয়েছে চাঁপাইনবাবগঞ্জের আমের ভুবন। তবে ভীতি আর অনিশ্চয়তা যেন এখনো নিত্যসঙ্গী।
জেলায় আনুষ্ঠানিক আম পাড়া শুরু হয় ২১ মে থেকে। কিন্তু এ সময় লকডাউনের কারণে চাঁপাইনবাবগঞ্জ ছিল পুরোটাই বিচ্ছিন্ন। পরবর্তী সময়ে চাঁপাইনবাবগঞ্জে ২৫ মে থেকে বিশেষ লকডাউন শুরু হলে আম মৌসুমের ভবিষ্যত নিয়ে শঙ্কার সৃষ্টি হয়।