স্বপ্না রানী শোভনা। বয়স আশি বছর পেরিয়েছে অনেক আগেই। লাঠি ভর দিয়েই তাকে হাঁটতে হয়। লাঠিই তার চলার একমাত্র অবলম্বন। থাকার মতো নেই তার কোনো বাসস্থান। মন্দিরের দেবোত্তর সম্পত্তির এক কোণে তার বসবাস। একটু বৃষ্টি এলেই ঘরের চাল দিয়ে ঝড়ে পানি।
ঝড় উঠলেই হেলেদুলে পড়ে ঘরের চাল। ঘরে ক্ষুধা নিবারনের জন্য অন্ন নেই, পরিধানের জন্য নেই তেমন কোনো পোষাক। এই পৃথিবীর একজন সাদা মনের বাসিন্দা হয়েও তার নেই কোনো সুযোগ-সুবিধা ভোগ করার অধিকার। বর্তমানে বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন তিনি।