গ্রাম থেকে শহর, সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের মাসিক সার্ভিস চার্জ নির্ধারণ করে দিয়েছে বিটিআরসি। তবে, তৃণমূলে এই উদ্যোগ বাস্তবায়নে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মতে, ব্যান্ডউইথ পরিবহনের খরচ কমানো না গেলে, গ্রাম পর্যায়ে সাশ্রয়ে ' এক দেশে এক রেট' কার্যক্রম চ্যালেঞ্জের মধ্যে পড়বে। বিষয়টি আমলে নিয়ে, মধ্যবর্তী দু'ধাপেও খরচ নির্ধারণের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।