সত্য-সততার বিজয় প্রার্থনা

সমকাল ইফতেখার উদ্দিন চৌধুরী প্রকাশিত: ০৮ জুন ২০২১, ১১:৩৭

এই উপমহাদেশের বরেণ্য ভাষাবিজ্ঞানী সর্বজন শ্রদ্ধেয় ড. মুহম্মদ শহীদুল্লাহর অমিয় এক বার্তা সর্বত্রই প্রচলিত। যে সমাজ গুণী ব্যক্তিদের মর্যাদাসীন করতে ব্যর্থ হয়, সে সমাজে গুণী ব্যক্তির জন্মও অসারতায় পর্যবসিত হয়। প্রকৃতপক্ষে আধুনিক বিজ্ঞানমনস্ক গুণগত শিক্ষার মুখ্য লক্ষ্য হচ্ছে দেশপ্রেমী অবাধ মুক্তচিন্তার পরিবেশ এবং জ্ঞান সৃজনের নান্দনিক ক্ষেত্র তৈরি করা। এর ব্যত্যয় হলে সাময়িক প্রসাধনী-অর্থনীতির চাকচিক্যকে অধিকতর দৃশ্যমান মনে হলেও কালান্তরে তা ব্যক্তি-পরিবার-সমাজ-জাতিরাষ্ট্রের কঠিন বিপর্যয়কে দীর্ঘায়িত করবে। সত্য-সততা-নৈতিকতা যাতে কোনোভাবেই অশুভ-অসত্য-অন্ধকারের শক্তির কাছে পরাভূত না হয়; সেদিকে পরিপূর্ণ মনোযোগ ও বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি প্রতিভাত হতে হবে। সমকালীন বাংলাদেশের সমাজে হত্যা-আত্মহত্যা-জঙ্গিবাদ-মৌলবাদ-সমাজবিচ্যুত অপকর্মের পেছনে অর্থ-সন্ত্রাসের কদর্য সংযোগই যে দায়ী- এ সম্পর্কে কারও দ্বিমত করার সুযোগ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us