ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের মার্কিন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ড্রোন হামলা হয়েছে। ইরাকের সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, দুটি কম্ব্যাট ড্রোন আইন আল-আসাদ সামরিক ঘাঁটির অভ্যন্তরে হামলা চালায়। নিউজ চ্যানেলটি ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সঙ্গে সম্পর্কযুক্ত।