ভারতে টিকাকরণের গতি বাড়াতে আরও কয়েকটি টিকাকে ছাড়পত্র দেওয়ার পথে এগোচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই বেশ কিছু টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। তার মধ্যে অন্যতম বায়োলজিক্যাল-ই সংস্থার তৈরি কোর্বেভ্যাক্স। ভারতে এখনও পর্যম্ত যে টিকার ব্যবহার চলছে তার মধ্যে এই টিকা সবথেকে সস্তা হতে পারে বলেই খবর।
ইতিমধ্যেই এই টিকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল হয়ে গিয়েছে। সেই ট্রায়ালের ফলাফলে সম্তুষ্ট ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতিও পেয়েছে এই টিকা। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে পরে অগস্ট থেকে এই টিকার উৎপাদন শুরু হওয়ার কথা। অগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে ৩০ কোটি কোর্বেভ্যাক্স টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার জন্য দেড় হাজার কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্রের।