ভারত থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনার ডেল্টা ধরন আগের আলফা ধরনের চেয়ে ৪০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। গতকাল রোববার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার ভারতীয় ধরনগুলোর নতুন নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত থেকে ছড়ানো করোনার ধরনটির নাম দেওয়া হয়েছে ডেল্টা। আর যুক্তরাজ্য থেকে ছড়ানো করোনার ধরনের নতুন নাম হয়েছে আলফা। এখন যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নমুনার বেশির ভাগ ভারতীয় ডেল্টা ধরনের।