উড্ডয়নের পরপরই অবতরণে বাধ্য হয়েছে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বহনকারী উড়োজাহাজ। ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার (৬ জুন) প্রথম আন্তর্জাতিক সফরে গুয়েতেমালায় যাচ্ছিলেন তিনি। কিন্তু কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি ফিরে আসতে বাধ্য হয়েছে।-খবর এনডিটিভি
ওয়াশিংটনের উপকণ্ঠে জয়েন্ট অ্যান্ড্রু বেসে উড়োজাহাজ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কমলা হ্যারিস বলেন, আমি ভালো, আমি ভালো। আমরা সবাই প্রার্থনা করেছি। কিন্তু সৌভাগ্যক্রমে আমরা ভালো আছি।