ভূ-রাজনীতির ধারা পালটে দিতে পারে ভ্যাকসিন

ইত্তেফাক প্রকাশিত: ০৭ জুন ২০২১, ০৪:১৪

করোনা ভাইরাস মহামারি বিশ্বে ধনী ও দরিদ্র দেশগুলোর প্রকট বিভাজন নতুন করে সামনে নিয়ে এসেছে। এক বছরের বেশি সময় বিপর্যস্ত পৃথিবী। প্রথম দিকে পশ্চিমা দেশগুলোতে মৃত্যুর মিছিল দেখা গেলেও এখন সেদেশগুলো অনেকটা হার্ড ইম্যুনিটির পথে বলে মনে হচ্ছে। অন্যদিকে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো এখন করোনার ফলে বেসামাল অবস্থায়।


হাতেগোনা কয়েকটি দেশচাহিদা অনুযায়ী ভ্যাকসিন তৈরি করলেও বাকি বিশ্ব সেটা পারেনি। এই বিষয়টাই ভূ-রাজনীতির দৃশ্যপট বদলে দেবে বলে বিশ্লেষকরা মনে করেন। কারণ, চাহিদা ও সরবরাহের নিয়মের বাইরে আন্তর্জাতিক সম্পর্কের সূচকগুলো এতে ক্রিয়াশীল হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে কূটনীতিও। রাশিয়া ও চীন ভ্যাকসিনকে সম্পর্ক উন্নয়নের মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে। তারা একে কূটনীতিতে প্রভাব বিস্তারের একটি উপায় বিবেচনা করছে। চীন ও রাশিয়ার পাশাপাশি ইসরাইলকেও তালিকায় রাখা যায়। অপরদিকে পশ্চিমা শিল্পোন্নত দেশগুলো অভ্যন্তরীণ চাহিদা পূরণের দিকেই বেশি ব্যস্ত রয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র অতি সম্প্রতি ভারতের মতো করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ভ্যাকসিন সহায়তা দেওয়ার কথা বলেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us