যুক্তরাজ্যের প্রিন্স হ্যারির স্ত্রী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। শিশুটির নাম রাখা হয়েছে লিলিবেত ডায়ানা মাউন্টব্যাটেন–উইন্ডসর। সংক্ষেপে লিলি নামে পরিচিত হবে সে।
আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান এক বিবৃতিতে কন্যাশিশুর জন্মের বিষয়টি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি হাসপাতালে জন্ম নিয়েছে লিলি। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। লিলির ওজন ৭ পাউন্ড ১১ আউন্স। ব্রিটিশ সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী লিলি।