জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। মাঝে অভিনয়ে অনিয়মিত হলেও আবার ফিরেছেন আপন ছন্দে। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে। এমন অভিযোগে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী।
এ নিয়ে সারিকা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে দেন। বুধবার রাতে সারিকা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, শুটিং ডেটের একদিন আগে ক্লায়েন্টের গাড়িতে করে মানিকগঞ্জ (যেখানে যেতে এক ঘণ্টা প্লাস সময় লাগে আমার বাসা থেকে) যাওয়া এবং আগের দিন ও রাতে তার সঙ্গে সেখানে অবস্থান করার প্রস্তাব প্রত্যাখ্যান করাটা কি কোনো অপরাধের খাতায় পড়ে? এটা কি অপেশাদারিত্ব? দয়া করে এ বিষয়ে মন্তব্য দেবেন আমার শুভাকাঙ্ক্ষীরা।