বগুড়ায় মাটিতে পড়ে রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির আটটি বিদ্যুতের খুঁটি। রোববার (৬ জুন) সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের পাশে বেলাইল এলাকায় খুঁটিগুলো পড়ে থাকতে দেখা যায়। তবে মাটিতে পড়ার আগে স্বয়ংক্রিয়ভাবে গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জানা যায়, খুঁটিগুলো দিয়ে পল্লী বিদ্যুতের বগুড়া গ্রিড থেকে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে জেলার কাহালু সাব-স্টেশন ও দুপচাঁচিয়ার চৌমোহনী সাব-স্টেশনে। বর্তমানে বিকল্প উপায়ে ওই দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করছে পল্লী বিদ্যুৎ সমিতি।