রাঙ্গামাটিতে কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় পাহাড়ধসের ঝুঁকি বেড়ে গেছে। এমতাবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিতি ছিলেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষসহ জেলার সড়ক, পানি, শিক্ষা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।