পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) দুপুরে বোদা উপজেলার মন্নাপাড়া এলাকার পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুবল কুমার সরকার (৫০)। তিনি ঠাকুরগাঁও জেলার দক্ষিণ বঠিনা ফারাবাডড়ি এলাকার নরেশ চন্দ্র সরকারের ছেলে।
তিনি খাদ্য বিভাগে কর্মরত ছিলেন। ঘটনার পর জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহম্মদ ইউসুফ আলীসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং খাদ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।