ভেটেরিনারি চিকিৎসকরা সাধারণত কুকুর, বিড়াল, খরগোশ, গবাদি পশুর চিকিৎসা দিয়েই অভ্যস্ত থাকেন। কিছুদিন আগে থাইল্যাংন্ডের এক ভেটেরিনারি চিকিৎসক তার চিকিৎসা জীবনে প্রথমবারের মতো নতুন এক অদ্ভূত অভিজ্ঞতার সম্মুখীন হলেন।
রাস্তার পাশে পড়ে থাকা আহত একটি তেলাপোকাকে চিকিৎসা দিতে ডা. থানু লিমপাপাট্টাওয়ানিচের ক্লিনিকে নিয়ে আসেন এক ব্যক্তি। রাস্তায় কেউ একজন তেলাপোকাটি মাড়িয়ে চলে যাওয়ায় আহত হয় প্রাণীটি, ঘটনাক্রমে ওই দৃশ্য চোখে পড়লে চিকিৎসা দিতে নিয়ে আসেন ওই ব্যক্তি।