মৌসুমী বায়ু এখন মিয়ানমারের ইয়াংগুনে অবস্থান করছে। এটি আজ-কালের মধ্যেই বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে পারে। এরপরই শুরু হবে বর্ষার বৃষ্টি। ঢাকায় গত ২৪ ঘণ্টায় এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, ১১১ মিলিমিটার।
এখন পশ্চিমা লঘুচাপের প্রভাবে এমনিতেই আকাশে ভারী মেঘের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ সারাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কোথাও বেশি, কোথাও কম।