কোভিডকালে রাজ্যে বেসরকারি স্কুলকে হাইকোর্টের আগে বেঁধে দেওয়া পথেই ৮০ শতাংশ ফি নিতে হবে। একইসঙ্গে বেতন বকেয়া থাকলেও কোনও পড়ুয়াকে স্কুল থেকে হাইকোর্টের নির্দেশ ছাড়া বিতাড়িত করা যাবে না বলেও শুক্রবার জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। পূর্ব মেদিনীপুরের দিশারী পাবলিক স্কুলে বেতন নিয়ে বিতর্কে দায়ের হওয়া মামলায় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অনলাইন ক্লাস থেকেও আপাতত পড়ুয়াদের সরানো যাবে না বলে জানিয়ে দিয়েছেন। তবে সে ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে। এই স্কুলের ক্ষেত্রে ইস্যু মূল মামলার সমগোত্রীয় হওয়ায় সেই মামলার সঙ্গে এটিকে যুক্ত করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।