মালয়েশিয়ায় বৈধভাবে বসবাসরত অভিবাসী কর্মীদের বার্ষিক ভিসা নবায়ন বা লেভি প্রদান কার্যক্রম আগামী ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে দেশটির সরকার। এতে দেশটিতে কর্মরত বিভিন্ন সেক্টরের কয়েক লাখ প্রবাসী কর্মী অবৈধ হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অভিবাসন খাত বিশ্লেষকরা।
শনিবার (৫ জুন) মানবসম্পদমন্ত্রী এম সারাভানান এক বিবৃতিতে বলেন, বিদেশি কর্মীদের ভিসার নবায়নে লেভি বা নতুন শুল্ক পরিশোধ ব্যবস্থাটি আগামী বছরের জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্মসংস্থান শিল্পের বিভিন্ন খাতে সঠিক চাহিদার ভিত্তিতে বিদেশি কর্মীদের নিয়োগ দেয়া হবে। গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান এম সারাভানান।