শহর ছাড়িয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট এখন ইউনিয়ন পর্যায়ে তথা গ্রামেও পৌঁছে গেছে। তবে মান ও দামের দিক থেকে অনেক তারতাম্য রয়েছে। গ্রাম ও শহরে ইন্টারনেটের দামের তারতম্য নিরসনে পদক্ষেপ নিচ্ছে বিটিআরসি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানিয়েছেন, সারাদেশের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট দাম একই থাকবে। প্রত্যন্ত এলাকাসহ পুরো দেশ ‘এক দেশ এক রেট’ ট্যারিফের আওতায় আসছে।
জানা গেছে, আগামীকাল রোববার বেলা ৩টায় অনলাইনে প্রেস বিফ্রিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ সময় ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রামেও সহজলভ্য করার বিষয়েও ঘোষণা আসতে পারে।