দেশে এবার আরও বড় আকারের বাজেট পেশ করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে এই প্রথম ছয় লাখ তিন হাজার কোটি টাকারও বেশি অঙ্কের টাকা খরচের সংস্থান রেখে বাজেট প্রণয়ন করায় এবারের বাজেট অন্যান্য বছরের তুলনায় আরও বেশি অর্থ ব্যয়ের সক্ষমতা অর্জন করেছে। গত এক বছরেরও বেশি সময় ধরে করোনা সংকট মোকাবিলায় অগ্রসরমান আমাদের মতো একটি দেশ ও জাতির জন্য এবারের বাজেট অতীতের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
করোনা সংকট মোকাবিলাসহ প্রায় ১৮ কোটি মানুষের স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট ও রেলপথ উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ, কর্মহীন মানুষের কর্মসংস্থান, সামাজিক সুরক্ষাসহ ব্যবসা বাণিজ্যে গতি সঞ্চারণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এবারের বাজেটের ভূমিকার দিকে দেশ ও জাতি এখন গভীর আগ্রহ সহকারে তাকিয়ে আছে। কারণ একটি সঠিক বাজেট এ ক্ষেত্রে যেমন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সুফল বয়ে আনতে পারে, ঠিক তেমনি একটি ত্রুটিপূর্ণ বাজেট দেশ ও জাতির ভাগ্য বিপর্যয়ও ঘটাতে পারে! সুতরাং বাজেট প্রণয়নের ক্ষেত্রে সাবধানতার কোনো বিকল্প নেই।