পশ্চিমবঙ্গের সদ্য সাবেক হওয়া মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিরোধ অব্যাহত। আলাপনকে শো কজ করেছিল কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের নির্দেশ মেনে বৃহস্পতিবার রাতে শো কজের জবাব দিয়েছেন আলাপন।
সেখানে তিনি বলেছেন, মুখ্যসচিব হিসাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে তিনি বাধ্য ছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে গিয়েছিলেন। আবার তার নির্দেশেই তিনি বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন। সংবাদসংস্থা এএনআই শুক্রবার কেন্দ্রীয় সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, কেন্দ্রীয় সরকার এখন জবাব খতিয়ে দেখছে।