আফ্রিকার দ্বিতীয়-বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী এবং এ ধাতব রপ্তানি কারক দেশ ঘানার উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে একটি স্বর্ণ খনি ধসে পড়ায় ৯ জনের প্রাণ হানি ঘটেছে। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, পশ্চিম আফ্রিকার এ দেশের ছোট আকারের বিভিন্ন স্বর্ণ খনিতে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয়ভাবে এসব স্বর্ণ খনি ‘গালামসি’ নামে বেশি পরিচিত। এদিকে দেশটির প্রেসিডেন্ট ননা আকুফো-আদ্দো তাদের দেশের পরিবেশগত ক্ষতির লাগাম টেনে ধরতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।