বারবার ব্যর্থ, তবু পিপিপি পেয়েছে ৩,৫০০ কোটি টাকা

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুন ২০২১, ১৪:২৩

বর্তমান সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় এসে সরকারি-বেসরকারি অংশীদারি বা পিপিপি মডেল তৈরি করে দেশজুড়ে বেশ সাড়া ফেলে দেয়। কিন্তু গত এক যুগে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি পিপিপি প্রকল্প থেকে। প্রতি অর্থবছরের বাজেটে পিপিপি বাবদ টাকা রাখা হয়। কিন্তু সে টাকা অব্যবহৃত থেকে যায়। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে আবার পিপিপিতে ৩ হাজার ৫০০ কোটি টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


গতকাল বৃহস্পতিবার ২০২১–২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।


বাজেট বক্তৃতা থেকে জানা যায়, চলতি অর্থবছরের বাজেটে পিপিপি খাতে ৩ হাজার ৫০০ কোটি টাকা রাখা হয়েছিল। কিন্তু সেখান থেকে কাঙ্ক্ষিত পরিমাণে টাকা খরচ হয়নি। এই খাতে আবার একই অঙ্ক রাখা হয়েছে। গত এক যুগে পিপিপিতে মাত্র একটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ আকর্ষণে পিপিপির আওতায় প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us