প্রতিবছরই বাজেট পাসের সময় কালো টাকা সাদা করা নিয়ে বিতর্ক নতুন নয়। এবারও নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। যে টাকার উৎস সম্পর্কে সরকারের কোন সংস্থাই কোন প্রশ্ন করতে পারবে না। মানুষের টাকা বা সম্পদ, সেটা বৈধ হোক বা অবৈধ, যদি আয়কর রিটার্নে দাখিল করা না হয়, তাহলেই সেটি কালোটাকা বা অপ্রদর্শিত আয় হিসেবে বিবেচিত। কিন্তু এসব টাকা বৈধ করার সুযোগ অর্থনীতির জন্য কতটা সুফল বয়ে নিয়ে আসছে? কেনইবা এটা নিয়ে এতো বিতর্ক?