আমরা কোভিড-১৯ মহামারির মধ্যে আছি। আমাদের জীবন, জীবিকা ও অর্থনীতির এতটা ক্ষতি এত বছরে কেউ করতে পারেনি, যতটা করেছে কোভিড। ফলে বাজেটও হওয়া উচিত ছিল কোভিড মোকাবিলাকে অগ্রাধিকার দিয়ে। কিন্তু প্রস্তাবিত বাজেটে এ ব্যাপারে সুনির্দিষ্ট পরিকল্পনা দেখলাম না।
চলতি অর্থবছরের জন্য স্বাস্থ্যে ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছিল, কিন্তু পুরোটা খরচ হলো না। আগামী অর্থবছরের জন্যও রাখা হচ্ছে একই পরিমাণ তহবিল। এভাবে থোক না রেখে এত দিনে পরিকল্পনা বাস্তবায়নের পথে যাওয়া উচিত ছিল। শহর-গ্রাম মিলিয়ে ১২ কোটি মানুষকে ২৪ কোটি ডোজ টিকা দিতে হবে।
কিন্তু এখন যে গতিতে দেওয়া হচ্ছে, তাতে কয়েক বছর লেগে যাবে। তার মানে, আগামী কয়েক বছর আমাদের কোভিড নিয়েই থাকতে হবে? টিকা না দিয়ে কিসের প্রবৃদ্ধির চিন্তা? জিডিপির প্রবৃদ্ধি ৭ না ৮ শতাংশ, টিকা না দিয়ে এসব কথা বলে কোনো লাভ নেই।