পিএনবি প্রতারণায় অভিযুক্ত মেহুল চোক্সীকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি এবং কূটনৈতিক সব রকম প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তাঁকে কবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, এটাই এখন কোটি টাকার প্রশ্ন।
সূত্রের খবর, চোক্সীকে ফিরিয়ে আনতে এখনও আরও এক মাস সময় লাগতে পারে। ইতিমধ্যেই চোক্সীকে ফেরাতে ডমিনিকায় পৌঁছে গিয়েছে সিবিআই এবং ইডি-র বিশেষ দল। সব রকম প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। শুধু ডমিনিকার হাই কোর্টের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছেন তাঁরা।