এখন অনেকেই মাছ চাষে ঝুঁকছেন। তবে কেউ কেউ মাছ চাষে আশানুরূপ সফলতা পাচ্ছেন না। মাছ চাষে আশানুরূপ সফলতা পেতে হলে আগে আদর্শ পুকুর বা জলাশয় তৈরি করতে হবে। পুকুর হচ্ছে ছোট ও অগভীর বদ্ধ জলাশয়। যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা যায়। প্রয়োজনে পুকুরে সহজেই সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলা যায়। আদর্শ পুকুর তৈরি করা যায় খুব সহজে।
বলা হয়ে থাকে পুকুর হচ্ছে চাষযোগ্য মাছের উপযুক্ত বাসস্থান। পুকুরে পানি স্থির অবস্থায় থাকে। তবে বাতাসের প্রভাবে এতে অল্প ঢেউ সৃষ্টি হয়। পুকুরের আয়তন কয়েক শতাংশ থেকে কয়েক একর হতে পারে। তবে ছোট ও মাঝারি আকারের পুকুর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য সুবিধাজনক এবং এরা অধিকতর উৎপাদনশীল হয়।