গোপালগঞ্জের মুকসুদপুরে বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলার ২০ বছর পূর্তি হচ্ছে আজ। ২০০১ সালে গির্জায় প্রার্থনারত অবস্থায় ওই হামলায় খ্রিষ্টান সম্প্রদায়ের ১০ জন নিহত ও অর্ধশত আহত হন।
দীর্ঘদিনেও এই ঘটনায় আদালতে অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। ফলে বিচারকাজই শুরু হয়নি। হতাশা ও ক্ষোভ নিয়ে দিন কাটাচ্ছেন হতাহত ব্যক্তিদের পরিবার ও স্বজনেরা। ভয়াবহ ওই বোমা হামলার ঘটনায় গির্জার পক্ষ থেকে দুটি মামলা করা হয়। একটি হত্যা মামলা। অপরটি বিস্ফোরক আইনে দায়ের করা। গত ২০ বছরে ২৩ বার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। কিন্তু অভিযোগপত্র জমা হয়নি।