নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রয়েছে আপিল বিভাগের চেম্বারজজ আদালতে।
হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি নিয়ে এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত পূর্ণাঙ্গ বেঞ্চে ৬ জুন শুনানির জন্য ঠিক করেছেন। ফলে আসলাম চৌধুরীর জামিন বহালই থাকছে। কিন্তু অন্য মামলায় তাকে গ্রেফতার দেখানোর কারণে জামিন বহাল থাকলেও তার এখনই মুক্তি মিলছে না।