করোনাভাইরাস মহামারীর মধ্যে দীর্ঘ ১৫ মাস বিরতির পর সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করলেও শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া পাওয়া যাবে কি না, তা নিয়ে চিন্তায় আছেন প্রাথমিকের অভিভাবকরা।
তারা বলছেন, দীর্ঘসময় স্কুল বন্ধ থাকায় পড়াশুনায় আগ্রহ হারিয়ে ফেলেছে শিশুরা। অনলাইন ক্লাসের পড়াও ঠিকমতো বুঝতে পারছে না। আর অনলাইন ক্লাসের বাইরে থাকা অনেক শিশুর শ্রেণিকক্ষে ফিরে আসা নিয়েও সংশয় রয়েছে।