লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের জন্য তিন কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) বিকেলে পৌর মেয়র ইসমাইল খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
পৌরসভা ও স্থানীয় সূত্র জানায়, রায়পুর পৌরসভায় অর্ধ-লক্ষাধিক মানুষের বসবাস। এ মানুষের চাহিদা মেটানোর জন্য সাত লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি উচ্চ জলাধার রয়েছে। এর পরিবর্তে প্রায় আড়াই হাজার গ্রাহক রয়েছে। প্রতিদিন এ গ্রাহকদের চাহিদার জন্য প্রায় ২৭ লাখ লিটার পানির প্রয়োজন।