অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে মানুষের সুখী, স্বাস্থ্যকর ও সমৃদ্ধ জীবনযাপনে ভূমিকা রাখায় বিশ্বাস করে স্যামসাং। মানুষের জীবনধারার মান বৃদ্ধিতে ও তাদের সৃষ্টিশীলতার প্রকাশকে সমৃদ্ধ করতে প্রতিষ্ঠানটির লক্ষ্য সবার জন্য নির্ভরযোগ্য ও উদ্ভাবনী পণ্য নিয়ে আসা। বর্তমান যুগে, দৈনন্দিন জীবনের সকল কাজ—সেটা হোক অনলাইনে শিক্ষা, বাসা থেকে অফিসের কাজ করা, ব্লগ কিংবা ভ্লগ করা অথবা ব্যবসা পরিচালনা—সকল ক্ষেত্রেই মানুষ স্মার্টফোন ব্যবহার করছে। এজন্য, বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনধারায় আরও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে স্যামসাং বাংলাদেশ সীমিত সময়ের জন্য এর গ্যালাক্সি এস২১ আল্ট্রা, গ্যালাক্সি এম০২ এবং গ্যালাক্সি এম১২ স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে নানা সুবিধা নিয়ে এসেছে।