বিশ্ববিদ্যালয় উপাচার্যের দুর্নীতি, অনিয়ম, অনৈতিকতার সংবাদ এখন গণমাধ্যমের প্রায় নিত্যদিনের শিরোনাম। স্বাভাবিকভাবেই প্রশ্ন, কারা হচ্ছেন উপাচার্য? উপাচার্য হওয়ার যোগ্যতাই বা কী? এতো অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠা উপাচার্যরা নিয়োগ পাচ্ছেন কোন যোগ্যতায়?
এসব বিষয়ে দ্য ডেইলি স্টার কথা বলেছে শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুনের সঙ্গে।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘প্রথমত, আগে উপাচার্যদের যে অবস্থান, সম্মান, মর্যাদা, আত্মসম্মানবোধ ছিল সেটা কমে যাচ্ছে। দ্বিতীয়ত, গাড়িতে তারা যখন থেকে পতাকা লাগাতে শুরু করলেন, বোঝা গেল তারা ভিন্ন অবস্থানে চলে যাচ্ছেন। একজন উপাচার্যকে তো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্যের সঙ্গে তুলনা করার কোনো কারণ নেই। তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু উপাচার্য তো অ্যাকাডেমিক ব্যক্তিত্ব।’