কুমিল্লার বরুড়া উপজেলার খটকপুরের গ্রামের একটি বাড়িতে ১৫ জাতের আমের চাষ করা হয়েছে। গাছগুলোতে এবার প্রচুর আম ধরেছে। এসব আম দেখতে মানুষ ভিড় করছেন। প্রবাসী খলিলুর রহমানের বাড়িতে আমগুলোর চাষ করা হয়েছে। জাতগুলো হচ্ছে-আশ্বিনা,আম্রপালি, বারি-৪, ল্যাংড়া, ব্যানানা ম্যাঙ্গোসহ বিভিন্ন জাত।
ওই বাড়িতে গিয়ে দেখা যায়, দুই থেকে তিন হাত উচ্চতার গাছে ঝুলছে থোকায় থোকায় আম। আমের ভারে যেন ডালগুলো নুইয়ে পড়ছে। কিছু আমের ওজন এক কেজির কাছাকাছি। বাড়িতে ১৫টি জাতের শতাধিক গাছ রয়েছে।