করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩০৩ কোটি টাকার ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে প্যাকেজের ৮৩ হাজার ৫৩ কোটি টাকা বা প্রায় ৮৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এসব প্যাকেজের প্রত্যক্ষ সুবিধাভোগী প্রায় ১ কোটি ২৪ লাখ গ্রাহক।
সোমবার (৩১ মে) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ধনী দেশগুলো যেখানে করোনা মহামারিতে শূন্যের কোঠায় প্রবৃদ্ধি ধরে রাখতে হিমশিম খাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের মতো উদীয়মান উন্নয়নশীল অর্থনীতিতে প্রবৃদ্ধির হার বর্তমানে ৫ শতাংশের উপরে। এটা সরকার, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য খাতের দক্ষতা, সামর্থ্য ও একান্ত কর্মনিষ্ঠার বহিঃপ্রকাশ।