মমতা এবার প্রধানমন্ত্রী হোন! টুইটারে ট্রেন্ডিং #BengaliPrimeMinister

এইসময় (ভারত) প্রকাশিত: ৩১ মে ২০২১, ২১:০১

এই সময় ডিজিটাল ডেস্ক: একুশের ভোটে যেভাবে মোদী বাহিনীকে পর্যদুস্ত করে তৃতীয়বারের জন্য বাংলার কুর্সিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তারপর থেকেই জাতীয় রাজনীতির মুখ হিসেবে তৃণমূলনেত্রীর নাম উঠে আসছে রাজনীতির অন্দরে। মোদী-শাহদের হারাতে পারবেন মমতাই, এমন বার্তাও দেন জাতীয় স্তরের বিভিন্ন বিরোধী নেতা। এবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজ্য-কেন্দ্র টানাপোড়েনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের চর্চা। মমতা বন্দ্যোপাধ্যায়ই কি আগামীদিনের প্রধানমন্ত্রী? এই জল্পনা বাড়িয়ে এবার দিনভর টুইটারে ট্রেন্ড হল #BengaliPrimeMinister।

'বাঙালি প্রধানমন্ত্রী মমতা' এই হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছেন তৃণমূলের মনোজ তিওয়ারি। তিনি লিখেছেন, 'পশ্চিমবঙ্গ আজ যা ভাবে, ভারত কাল তা ভাবে। সোনার মডেল পুরোপুরি ব্যর্থ। ওদের জন্য দেশ ভুগছে। কিন্তু, দিদি উন্নয়নের মডেলে আমাদের এগিয়ে নিয়ে চলেছেন। এইভাবে আগামী দিনগুলো আমরা চাই'।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us