ই-কমার্স খাতে বিনিয়োগ পেতে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে হবে বলে জানিয়েছেন বক্তরা। তাদের মতে, ই-কমার্সের প্রবৃদ্ধিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে প্রকৃত ও সম্ভবনাময় ই-কমার্স উদ্যোগে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন এক মাত্রা যুক্ত হতে পারে। যা হবে উন্নত বাংলাদেশ গড়ার সহায়ক।
রোববার (৩০ মে) বিকালে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘ডিরেক্ট ইনডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট: প্রসপেক্টস ইন ই-কমার্স সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক যৌথভাবে সেমিনারের আয়োজন করে বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই-ক্যাব।