মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সফরে গেছেন। একই সময় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আসখেনাজি মিসরে আসেন। আরবনিউজ ও আল-আরাবিয়াহ এমন খবর দিয়েছে। রোববার (৩০ মে) এক ফিলিস্তিনি মন্ত্রী বলেন, ফিলিস্তিনি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন আব্বাস।
এর আগে মিসরের মধ্যস্থতায় গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি হয়েছে। ১০ মে থেকে ইসরায়েলি হামলায় ২৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৯টি শিশু। এতে এক হাজার ৯০০ ফিলিস্তিনি আহত ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।