আফগানিস্তানের একটি বিয়ের আসরে মর্টাল শেল হামলা হয়েছে। এতে অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রবিবার (৩০ মে) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এ ঘটনায় তালেবান এবং সরকারি বাহিনী পরস্পরকে দোষারোপ করছে।
প্রতিবেদনে বলা হয়, কাপিসা প্রদেশের তাগাব জেলায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের কাছাকাছিই আফগান সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে লড়াই চলছিল। প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র শায়েক শোরেশ এ ঘটনার জন্য তালেবানদের দোষারোপ করেছেন। ছয় নিহতের সঙ্গে আহত হয়েছেন আরো চারজন। তবে কাবুলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নিহত অন্তত ১০ জন এবং আহত কমপক্ষে ১৮।