কোনো দেশকে যদি সীমানা গণ্ডি অথবা নির্দিষ্ট ভূখণ্ড দিয়ে বিবেচনা করা না হতো, শুধু জনসংখ্যার ভিত্তিতে বিবেচনা করা হতো, তাহলে বিশ্বের সবচেয়ে বড় দেশ হতো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের বাসবাস চীনে। দেশটির মোট জনসংখ্যা ১৩৯ কোটির কিছু বেশি। তারপরের অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে জনসংখ্যা ১৩৩ কোটি। এই দুই দেশের জনসংখ্যাকে একত্রে যোগ করলে যে সংখ্যা দাঁড়াবে তার চেয়েও বেশি রয়েছে সক্রিয় ফেসবুক ব্যবহারকারী।