অনুকূল পরিবেশে প্রাণবন্ত প্রাণীরা, বেড়েছে প্রজনন

ইত্তেফাক প্রকাশিত: ৩০ মে ২০২১, ০৭:৩১

খাওয়া-দাওয়া শেষ করে আয়েশি ঘুম দিচ্ছেন সুন্দরবনের রাজা। কেউ তাকে বিরক্ত করছে না। পাশের খাঁচায় সিংহ মামা তখনো খাওয়া শেষ করতে পারেননি। হাড় থেকে মাংস ছড়ানোর যুদ্ধে লিপ্ত তিনি। গত বুধবার দুপুর ১টার দিকে গিয়ে জাতীয় চিড়িয়াখানায় দেখা গেল এমন চিত্র। তবে মানুষের সঙ্গে খুনসুটি করে যাদের সময় পার হয়, সেই বানরগুলোকে দেখা গেল অনেকটাই মনমরা হয়ে বসে আছে। অনেকগুলো কলা ছড়ানো-ছিটানো রয়েছে মাটিতে। এগুলো খেতেও যেন তাদের আগ্রহ কম। বিরক্তিহীন সময় পার করা জিরাফগুলো মানুষ দেখলেই এখন এগিয়ে আসছে। অথচ মানুষ থেকে দূরে থাকতেই পছন্দ তাদের। কেউ কলা হাতে নিয়ে এগিয়ে গেলে হাত থেকেই নিয়ে খাচ্ছে। প্রাণীগুলোর মধ্যে এখন যেন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us