ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক নারীকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকালে গ্রামবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার স্বামী পলাতক রয়েছে। নিহত সাথী বেগম (১৯) উপজেলার দলিলপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।