বাড়ির ছাদে কিংবা বারান্দায় অনেকেই শখ করে বাগান করে থাকেন। এতে বাড়ির শোভা বৃদ্ধি পায়, সেইসঙ্গে শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়। চলছে গ্রীষ্মকাল। দিন দিন বাছে তাপমাত্রা। যারা বৃক্ষরোপণ কিংবা বাগান করতে ভালোবাসেন, এই গরমে তাদের একটু বেশি সতর্ক থাকা জরুরি। কারণ তীব্র গরমে গাছের মারাত্মক ক্ষতি হতে পারে।
এই সময় গাছের চারা শুকিয়ে মারা যাওয়ার আশঙ্কা বেড়ে যায় বহুগুণে। সূর্যের উত্তাপ গাছের চারা বেড়ে ওঠায় বাধার সৃষ্টি করে। দীর্ঘ সময় সূর্যের আলো চারা গাছের ওপর পড়লে মাটির উর্বরতা নষ্ট হয় এবং কুঁড়ি ও ফুল মরে যায়।