নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আবার সক্রিয় হলো ভারতের সরকার। এই আইনের অধীনে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাব—এই পাঁচ রাজ্যের ১৩ জেলায় বসবাসরত অমুসলিম বাসিন্দাদের নাগরিকত্ব দিতে উদ্যোগ নিয়েছে সরকার। বলা হয়েছে, এসব এলাকায় বসবাসরত বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকেরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এই আদেশ জারি করে সিএএ কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।