উত্তর-পূর্ব ভারতের আসামে নির্বাচনের পরেই এই সপ্তাহের গোড়ায় ওই রাজ্যের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার বলছে, গরু সুরক্ষায় নতুন আইন আনা হবে। রাজ্যের রাজ্যপাল জগদীশ মুখী বলেছেন, আসামের গরু যাতে বাইরে না যায়, সে জন্য রাজ্যের সরকার বিধানসভার পরবর্তী অধিবেশনে গরু সুরক্ষা বিল আনবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও বলেছেন, হিন্দুদের জন্য নির্দিষ্ট ধর্মীয় স্থানের কাছাকাছি গরু খাওয়া তিনি সমর্থন করেন না।